মো.মাসুম ইসলাম, বাঘা(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশ অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার(২১ জুন) ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নদীর তীর এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। এসআই শ্রী প্রঙ্গাময়ে নেতৃত্বে চালানো এ অভিযানে আরও ছিলেন– এএসআই শফিক, এএসআই সাব্দুল, এএসআই আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় ফোর্স।
এ বিষয়ে পুলিশের এস আই (উপ-পরিদর্শক) প্রঙ্গাময় জানান, ১টি সাদা প্লাস্টিক বস্তায় মোড়ানো মুখ বন্ধ অবস্থায় ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বহনকারী দৌড়ে পালিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, এ উদ্ধার অভিযানের পর বাঘা থানায় ১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসামিকে আটকের স্বার্থে এ মুহূর্তে নাম প্রকাশ করছি না।
তিনি আরও বলেন, বাঘা থানায় মাদক গ্রহন, বহন ও ক্রয়-বিক্রয়ে যেই হোক কোন ছাড় হবে না।