তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সফিউল্লাহ রাহিমি বলেছেন, ৭৮ জন নিহতের পাশাপাশি অন্তত ৭৭ হাজারের বেশি গবাদি পশু শীতে জমে গিয়ে প্রাণ হারিয়েছে।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের আটটিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে।
এমন পরিস্থিতিতে ২ কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা।
এদিকে আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের প্রতিনিধি দল এক টুইট বার্তায় বলেছে, মানবিক সহায়তা সংস্থাগুলো আফগান পরিবারগুলোকে উষ্ণতা ও জ্বালানীর জন্য অর্থ এবং গরম কাপড় সরবরাহ করছে। তবে তালেবান সরকার মহিলা কর্মীদের উপর নিষেধাজ্ঞার কারণে সাহায্য বিতরণ মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।
অন্তত অর্ধ ডজন প্রধান বিদেশী সাহায্য গোষ্ঠী ডিসেম্বর থেকে আফগানিস্তানে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির তালেবান সরকার সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাকে তাদের মহিলা কর্মচারীদের কাজে আসা থেকে বিরত রাখার নির্দেশ দেয়ার পরেই এই সিদ্ধান্ত নেয় তারা।