উত্তর ক্যালিফোর্নিয়ার একটি উপকূলীয় সম্প্রদায়ের উপর গোলাগুলিতে সাতজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি মাশরুম খামার এবং একটি ট্রাকিং ফার্মে দুটি গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতেই শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলসের কাছে লুনার নববর্ষ উদযাপনের সময় একজন বন্দুকধারী ১১ জনকে হত্যা করে। এই ঘটনার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে রক্তপাত ঘটেছে।
সোমবার সান মাতেও কাউন্টি বোর্ড অব সুপারভাইজার’স প্রেসিডেন্ট ডেভ পাইন জানান, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণের শহর হাফ মু বে-এর উপকণ্ঠে একটি মাশরুম খামারে চারজন এবং ট্রাকিং ব্যবসায় তিনজন নিহত হয়েছেন।
হামলা চালানো এলাকাগুলো কিভাবে সংযুক্ত ছিল তা তাৎক্ষণিক বুঝা যায়নি। তবে পাইন জানান যে সন্দেহভাজন ব্যক্তিটি দুটোর যে কোনো একটা ব্যবসায়ে যুক্ত ছিলেন।
সান মাতেও কাউন্টি শেরিফের অফিস স্থানীয়সময় বিকাল ৫টার দিকে টুইট করে জানিয়েছে যে, একজন সন্দেহভাজন হেফাজতে রয়েছে’। টুইটে আরো জানানো হয়, (হাইওয়ে) ৯২ এবং (হাফ মুন বে) সিটির সীমানায় গোলাগুলির ঘটনায় ভুক্তভোগীদের জন্য প্রতিক্রিয়া জানাচ্ছে শেরিফ অফিস’। এছাড়াও সম্প্রদায়টির জন্য আর বর্তমানে কোনো হুমকি নেই বলেও টুইটে নিশ্চিত করে শেরিফ অফিস।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা কোনো ঘটনা ছাড়াই একজনকে আটক করে। সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস বলেন, গুলি চালানোর উদ্দেশ্য এখনো অজানা।
৬৭ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিটি হাফ মুন বে-এর বাসিন্দা বলে জানান কর্পাস। চুনলি ঝাও নামের এই ব্যক্তিটির গাড়ীতে একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান পাওয়া গেছে।