বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে গ্রেফতার আতঙ্কে ধানক্ষেতে রাত কাটাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

-বিজ্ঞাপণ-spot_img

শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সরকার পতনের একদফা আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের মধ্যে চলছে গ্রেফতার আতঙ্ক। বিভিন্ন মামলায় বিএনপির নেতাকর্মীদের অনেকেই গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন। আর যারা বাইরে আছেন, তারাও নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নেতা কর্মীদের কেউ কেউ রাত হলেই আশ্রয় নিচ্ছেন ধানক্ষেতে। বন্ধ রাখছেন মোবাইল ফোন।

এর আগে ঢাকায় বিএনপির মহাসমাবেশকে  কেন্দ্র করে সংগঠিত হামলায় পুলিশ নিহত হওয়া ও অবরোধ কর্মসূচি ঘিরে মামলা ও ধরপাকড়ে কোণঠাসা হয়ে পড়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ফলে অবরোধ কর্মসূচিতেও পালিয়ে বেড়াচ্ছেন এলাকা থেকে।

একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে জেলা বিএনপির ১৮টি ইউনিটের প্রায় দেড় হাজারের বেশি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। আবার অনেকেই লুকোচুরি খেলার মতো দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে দলের ২৫৪ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে দাবি জেলা বিএনপির। বাকী নেতাকর্মীরা এজন্য গ্রেফতার আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন। আর আতঙ্কে আছেন তাদের পরিবার-পরিজন।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, পুলিশের ভয়ে কোনো নেতাকর্মী কাজও করতে পারছেন না, ঘরেও থাকতে পারছেন না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

অভিযোগ রয়েছে, বিএনপির প্রথম সারির কিছু নেতা অদৃশ্য ইশারায় মামলা থেকে রেহাই পেলেও দ্বিতীয় ও তৃতীয় সারির কয়েক’শ নেতাকর্মীরা মামলা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপির ১৮টি ইউনিটের ২৫৪ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও আওয়ামী লীগের করা প্রায় ৩৩০টি মামলা আছে তাদের বিরুদ্ধে। এ জন্য কিছুটা কৌশল অবলম্বন করে আমরা মাঠে আছি।

ছবিতে আছেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক
রাশেদুল হাসান রঞ্জন এবং সাংগঠনিক সম্পাদক, মির্জা মোস্তফা জামান

তিনি আরও বলেন, আমরা বিএনপির পদে আছি, এ জন্য আমাদের বিরুদ্ধে মামলা আছে। কিন্তু আমার বড় ভাই ডা.শামসুল হুদা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তার বয়স ষাটোর্ধ্ব, সে অত্যন্ত অসুস্থ। তবুও ২৮ তারিখের রাতে তাকে অসুস্থ অবস্থায় নিজ বাড়ি থেকে আটক করে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ওই রাতেই পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিল্টনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, সে হৃদরোগে আক্রান্ত বলে আমার দুই ভাই সদর থানায় ওষুধ দিতে গেলে তাদেরও আটক করে মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। শহর ছাত্রদলের আহ্বায়ক সুমনকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেফতার করে পুলিশ। আবার কারো বাবা বিএনপি করে তাকে না পেয়ে তার সন্তানকে গ্রেফতার করা হচ্ছে।

এদিকে থানায় মামলার আসামি করা ও অব্যাহত ধরপাকড়ে পুলিশকে সহযোগিতা করার কথা অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, আওয়ামী লীগ কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। তবে বিএনপির যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ সর্বদা সক্রিয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে পুলিশ কাজ করে যাচ্ছে। এতে কে কোন দলের নেতাকর্মী সে হিসেবে কাউকে গ্রেফতার করার সুযোগ নেই। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে পুলিশ তাদেরই গ্রেফতার করেছে। আর আসামিরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াবে এটাই স্বাভাবিক।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: শ্রম উপদেষ্টা

জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান না বুঝে মন্তব্য করেননি বলে মনে...

আবরার হত্যায় আসামিদের পক্ষে মামলা নিয়ে নিজের অবস্থান জানালেন শিশির মনির

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ‌‌আইনজীবী শিশির মনিরকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এ...

৯ ইউপি সদস্যকে মারধর, পরিষদ থেকে তাড়িয়ে দিলেন বিএনপি নেতারা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একটি ইউনিয়ন পরিষদের ৯ সদস্যকে মারধর ও লাঞ্ছিত করে পরিষদ কার্যালয় থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।...

ইসরায়েলি ৪ জিম্মির মরদেহ ফেরত দিল হামাস, ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি

৬০০ ফিলিস্তিনি কারাবন্দিকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছু পরেই চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয়...

সম্পর্কিত নিউজ

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: শ্রম উপদেষ্টা

জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া...

আবরার হত্যায় আসামিদের পক্ষে মামলা নিয়ে নিজের অবস্থান জানালেন শিশির মনির

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ‌‌আইনজীবী শিশির মনিরকে নিয়ে...

৯ ইউপি সদস্যকে মারধর, পরিষদ থেকে তাড়িয়ে দিলেন বিএনপি নেতারা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একটি ইউনিয়ন পরিষদের ৯ সদস্যকে মারধর ও লাঞ্ছিত...
Enable Notifications OK No thanks