পাকিস্তানের পেশোয়ার প্রদেশের পুলিশ আবাসন এলাকার পাশের এক মসজিদে নামাজ চলাকালে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। যদিও এই সংখ্যা ২০ বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এছাড়াও আরো ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি স্থানীয় গণমাধ্যমের।
নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারাদের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন বলছে, বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিস্ফোরণে আহত ৭০ জনের তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করেন তিনি।
দেশটির এক পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ভবনের কিছু অংশ ধসে পড়ে অনেকে আটকা পড়েছে। জোহরের নামাজের সময় বেলা ১টা ৪০ মিনিট নাগাদ এ বিস্ফোরণ ঘটে। এ সময় ওখানে কমপক্ষে আড়াই শ মানুষ নামাজ আদায় করছিলেন।
পেশোয়ারের প্রধান হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান বলেন, আমরা এর মধ্যেই নিহতদের মরদেহ পেয়েছি। এখানে রীতিমতো জরুরি অবস্থা চলছে।