29 C
Dhaka
Saturday, September 21, 2024

গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

গুলশান–২ বহুতল ভবনে লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷ রাত ১০টার দিকে এ ঘটনায় অগ্নিদগ্ধ একজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

রবিবার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ১২তলা ভবনটিতে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা। পাশাপাশি চলতে থাকে উদ্ধার কার্যক্রম। ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার চলতে থাকলেও পরে ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আগুনে নিহত একজনের মরেদহ ঢাকা মেডিকেলে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছিল, ১২তলা ভবনের সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে সেখানে আরও সাতটি ইউনিট যোগ দেয়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাথমিকদিকে নিচতলার বাসিন্দারা বের হলেও সাত তলার উপরের বাসিন্দারা ছাদে অবস্থান করছিলেন। ভবন থেকে এ সময় বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...