নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এরমধ্যে ভূলতা নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এলেও আড়াইহাজারের এসপি কেমিক্যালের আগুন জ্বলছে। এইচপি কেমিক্যাল নামের কারখানায় হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয় বলে জানা গেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে এইচপি কেমিক্যালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে৷ পরে আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসের আরও ৫ টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার ফ্যাক্টরিটি বন্ধ ছিল। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করেছে।
এদিকে এসপি কেমিক্যালে আগুন লাগার আধাঘন্টা আগে গাউছিয়ার ভূলতায় একটি স্পিনিং মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বলা হয়, বেলা ১টা ৭ মিনিটে ভূলতার নান্নু স্পিনিং মিলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে পরে আরও চারটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও একটি ইউনিট বাড়ানো হয়। পরবর্তীতে ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।