31 C
Dhaka
Monday, September 23, 2024

‘রাজনৈতিক টোকাই’ এবার ভরসা বিএনপির: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এবারের নির্বাচনে ভরসা ‘রাজনৈতিক টোকাই’। তাদের উপর ভর করেছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না’ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। দেশের নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং উনারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও যাওয়ার কোনো সুযোগ নেই।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, আশা করি, সেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।’

‘আমি আশা করব, আগামী নির্বাচনে তারা (বিএনপি) যেন ৩০টির বেশি আসন পায়,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘গতবার ড. কামাল হোসেন সাহেবকে তারা হায়ার করেছিলেন। কামাল হোসেন সাহেব হায়ারে খেলতে গিয়ে ভালো খেলেননি। মাত্র ৭টি আসন পেয়েছিল বিএনপি। এবার দেখা যাচ্ছে তারা অনুবীক্ষণিক দলগুলোর ওপর ভর করেছে। রাজনীতিতে যারা রাজনৈতিক টোকাই, তাদের ওপর ভর করেছে। বিভিন্ন দলীয় মোর্চা গঠন করেছে। সব দল মিলিয়ে ৫২ দল হয়েছে।’

এছাড়াও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৫২টি দলের নাম মুখস্ত বলতে পারলে ধন্যবাদ জানাবেন বলেও মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...