31 C
Dhaka
Friday, September 20, 2024

শরিয়তপুরে বজ্রপাতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরের পৃথক দু’জায়গায় বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে শরিয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত (২১), ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে নাদিম মুন্সী (২৬) ও একই উপজেলার মহিষার এলাকার আনোয়ারা বেগম (৫৫)।

এছাড়া একই সময়ে জাজিরার বড়কান্দি ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের সেলিম শেখের দেড় বছরের শিশু মেয়ে সূরা মনি বজ্রপাতে গুরুতর আহত হয়েছে। আহত সূরা মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতাল ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিফাত সকালে নিজ এলাকায় জমিতে কাজ করতে যান। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে সিফাত গুরুতর আহত হন। আহত সিফাতকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে পাশের গ্রামের সূরা মনি নামে দেড় বছরের এক শিশু আহত হয়। আহত সূরা মনিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ দিকে বেলা সাড়ে ১২টার সময় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের নাদিম মুন্সি আকাশে মেঘ দেখে দ্রুত বাড়ি ফেরার পথে ছয়গাঁও এলাকায় বজ্রপাতে আহত হন। স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।

একই উপজেলার মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্রামের মোসলে মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন কুমার পোদ্দার বলেন, নাদিমকে তার স্বজনরা জরুরি বিভাগে নিয়ে আসে। তার পূর্বেই নাদিমের মৃত্যু হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহেল জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু এবং এক শিশুর আহত হওয়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...