পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপদ্রুত অঞ্চলে ক্ষত সেরে উঠা এখনো সম্ভব হয়নি, কিছু অঞ্চলে বন্যার পানি পুরোপুরি সরেনি এরইমধ্যে পুনরায় বন্যার আভাস দিচ্ছে কর্তৃপক্ষ। পদ্মা ও কুশিয়ারা ছাড়া দেশের প্রায় সবকটি প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (২৯ জুন) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, সিকিমসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে এই সময়ে মূলত দেশের তিস্তা, আপার আত্রাই, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, ট্যাঙ্গন, পুনর্ভবা ও কুলিখ নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
সতর্ক বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে, দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্ট এবং করতোয়া নদীর পঞ্চগড় পয়েন্টে পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে অথবা কাছাকাছি অবস্থান করতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। অপরদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও বন্যা পূর্বাভাসে জানানো হয়।
বুধবার সকাল ৯টা পর্যন্ত নদীর পানি পর্যবেক্ষণাধীন ১০৯টি সমতল স্টেশনের মধ্যে ৩৯টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেয়েছে ৬৬টি স্টেশনে এবং অপরিবর্তিত রয়েছে ৪টি স্টেশন। এছাড়া বিপদসীমার উপরে রয়েছে ৭টি।