হজের নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চলতি বছর হজ নিবন্ধনের সময় চতুর্থ দফায় বাড়ানো হয়েছে। ৫ দিন বাড়িয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। যারা এখনো পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।’
এতে আরো বলা হয়েছে, আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সকল ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুত করা ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করা হলো।’
এবছর বিমানের ফ্লাইটের টিকিটের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় হজ প্যাকেজের খরচ অনেক বেড়েছে। তাই হজ নিবন্ধনের সময় কয়েক দফা বৃদ্ধি করলেও প্রয়োজনীয় কোটা পূরণ হচ্ছে না। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর সুপারিশ করা হয়।
কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানানো হয়, ‘হজ প্যাকেজ সংশোধন হওয়ার বিষয়টি আমাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নয়। এই বিষয়ে আমাদের কোনো আলোচনাও নেই বা এখন হজ প্যাকেজ সংশোধনের কোনো কথা আমাদের মধ্যে নেই।’