30 C
Dhaka
Monday, September 23, 2024

ঈদের পর ষড়যন্ত্রকারীদের সাথে খেলা হবে, বললেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, যারা নারায়ণগঞ্জে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের সাথে ঈদের পরে খেলা হবে। ষড়যন্ত্রকারীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের সাথে ঈদের পর খেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শামীম ওসমান বলেন, যদি মনে করেন, বিদেশের পা চেটে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসবেন, তা হতে দেয়া হবে না।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থনে আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তাই নারায়ণগঞ্জের পরিবেশ ভালো রাখেন। কারণ, জনগণ যদি ক্ষেপে যায়, তাহলে আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না।

সকল অশুভশক্তির বিরুদ্ধে লড়াই হবে জানিয়ে এই সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জের সাবেক বিএনপি এমপি গিয়াস উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের ভালো গ্রুপ চায়, এ সরকার যেন সামনে ক্ষমতায় না আসে। আমরা তার কথা বিশ্বাস করি না। কারণ, বিএনপির এ নেতা ফ্যাসাদ সৃষ্টি করতে চায়।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুরা আমাদের সমাজ নষ্ট করছে। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থানে থাকবে হবে।

কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...