তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কায় রোববার আরও এক সপ্তাহের জন্য স্কুল বন্ধের মেয়াদ বাড়িয়েছে, কারণ দেশটিতে শিক্ষক এবং অভিভাবকদের জন্য শিশুদের ক্লাসরুমে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জ্বালানি নেই।
এদিকে, জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা নতুন তেল কেনার জন্য অর্থায়নের জন্য দেশের প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘অর্থের যোগান দেশটির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি একটি বিশাল চ্যালেঞ্জ।’
দেশটির কর্মকর্তারা জরুরি অবস্থার জন্য জ্বালানি এবং ডিজেল সংরক্ষণের জন্য জরুরি পরিষেবা ছাড়া সব জ্বালানি বিক্রয় বন্ধ করার ঘোষণা দিয়েছে।
জ্বালানিমন্ত্রী বলেন, সরকার নতুন জ্বালানি মজুদের নির্দেশ দিয়েছে এবং ৪০ হাজার মেট্রিক টন ডিজেলসহ প্রথম জাহাজ ২২ জুলাই আসবে। আরও বেশ কিছু জ্বালানি চালান পাইপলাইনে রয়েছে।
তিনি বলেন, শ্রীলঙ্কা সাতটি জ্বালানি সরবরাহকারীর কাছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে।