মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে জাপানের ওকিনাওয়া দ্বীপের কাদেনা বিমান ঘাঁটির কাছে হাজার হাজার মানুষ রবিবার বিশাল বিক্ষোভ মিছিল করেছে। তারা সেখান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে দিন দিন সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের শান্তিকামী মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরালো করেছে। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম আছাহি সিম্বুনের খবরে এমনটা জানান হয়।
জাপানের আয়ত্তাধীন ওকিনাওয়া দ্বীপে ৫১ বছর আগে মার্কিন সেনারা ঘাঁটি গাড়ে। তার বার্ষিকীতে জাপানের হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছে।
জানা যায়, মার্কিন সেনারা উত্তর কোরিয়া এবং চীনকে টার্গেট করে এই দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করে রেখেছে। এসব অস্ত্র সরিয়ে নিতে এবং তাদের শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।
এ সময় তারা ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি বন্ধের পক্ষে জোরালো স্লোগান দিতে থাকেন।