মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১১ তম আসরের লিগ পর্বের শেষ ম্যাচ শুরু হয়েছে। দুপুর দেড়টা থেকে শুরু হওয়া ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত করতে হলে খুলনাকে জিততে হবে ঢাকার বিপক্ষে। চতুর্থ দল হিসেবে কে যাচ্ছে- রাজশাহী না খুলনা, ফলাফলের জন্য তাই অপেক্ষা করতে হবে ঢাকা-খুলনা ম্যাচের শেষ পর্যন্ত। এদিকে পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী খুলনা টাইগার্স ঢাকার বিপক্ষে ম্যাচ জিতলে রান রেটে এগিয়ে থেকে চতুর্থ দল হিসাবে প্লে অফে খেলবে মিরাজরা। আর ঢাকা ক্যাপিটালস জিতলে কপাল খুলবে দুর্বার রাজশাহীর।
এদিকে লিগ পর্বের সব ম্যাচ শেষ হওয়ার আগেই প্লে-অফ নিশ্চিত করে নিয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। বুধবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দুই দলের সঙ্গে যোগ দিয়েছে চিটাগং কিংসও। এখন জায়গা বাকি আছে আর মাত্র একটি।
খুলনা টাইগার্স ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে অপরদিকে দুর্বার রাজশাহী ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। যদিও রাজশাহীর চেয়ে খুলনার নেট রান রেট বেশি।
১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই ছিটকে গেছে থিসারা পেরেরার দল। সমান ম্যাচে ৫ জয় পাওয়া খুলনার সামনে আজ শেষ সুযোগ প্লে অফে যাওয়ার। প্লে অফের দৌঁড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনার।
আবার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে সন্ধা ৬ টা ৩০ মিনিটে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। তবে এই ম্যাচে রংপুর রাইডার্স বরিশালে জয়ের জন্য প্রার্থনা করবে। কারণ,বরিশাল জিতলে কোয়ালিফায়ারে খেলতে পারবে রংপুর, সে ক্ষেত্রে ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ারে হেরে গেলে বাড়তি একটি সুযোগ থাকবে। আবার এই ম্যাচ জিতলে বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে বরিশাল এক আসরে সর্বোচ্চ (২০) পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠবে। চিটাগং বরিশালকে হারালে খেলবে প্রথম কোয়ালিফায়ারে। সেক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচ জেতা রংপুরকেই খেলতে হবে এলিমিনেটরে।
আর এদিকে বিপিএলের এবারের আসরের সর্বোচ্চ রানের মালিক এখন পর্যন্ত খুলনার মোহাম্মদ নাঈম। ১১ ইনিংসে তার সংগ্রহ ৪৪৪ রান। অপরদিকে এখন পর্যন্ত ২৫ উইকেট নিয়ে চলতি আসরে সবার ওপরে রয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ায়, এর আগে রাজশাহীঢ় এই পেসার পেছনে ফেলেন সাকিব আল হাসানকে (২৩)। খুলনা জয় নিয়ে ফিরলে এই সংখ্যাতেই থামতে হবে দুর্বার রাজশাহীর অধিনায়ককে।