রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

আগারগাঁও থেকে সিটি নির্বাচন মনিটরিং করছে ইসি

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর আগারগাঁও থেকে চলমান গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনের সকল কেন্দ্রের উপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গাজীপুর সিটি নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশনাররা।

আজ বৃহস্পতিবার (২৫ মে) ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোলরুম থেকে সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একইসঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসি সূত্রে জানা যায়, প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে কমিশন। সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১টি।

প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে, রংপুর সিটি করপোরেশন নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা ৫ উপ-নির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছিলো নির্বাচন কমিশন।

এরই ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছে ইসি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ