কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের খবর শোনার পর কুষ্টিয়া শহরে একতারা মোড় থেকে আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা।
আনন্দ মিছিলটি হানিফের বাড়ির সামনে এসে বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বুলডোজার নিয়ে এসে ঘুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনের অংশ। মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য।
এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
ছাত্র জনতার দাবি, এই বাড়ি থেকেই বিরোধীদলের ওপরে দমন এবং নিপীড়নের সমস্ত কিছু চালানো হতো। কুষ্টিয়া জেলার দুর্নীতির আতুর ঘর ছিল এ বাড়ি।
উল্লেখ্য: ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরেই, গা ঢাকা দেন মাহাবুব উল আলম হানিফ ও তার পরিবার। ৫ আগস্ট রাতে এই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে তিনতলা এই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।