দিনের শুরুটায় টসে জিতে অল্পতেই আফগানদের আটকানোর লক্ষ্যে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও ওপেনিং জুটির তাণ্ডবে টাইগারদের সামনে এখন রানের পাহাড়। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি আটকাতে পারেনি বাংলাদেশ। ক্যারিয়ারের রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েছেন তারা। শেষের দিকে ধারাবাহিক উইকেট পড়লেও শুরুর গতিতে আফগানিস্তান ৯ উইকেটে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তুলেছে। জিততে হলে তাই নতুন রেকর্ড গড়তে হবে লিটন-সাকিবদের।
দেশের ক্রিকেটের ইতিহাসে গত দুইদিন একটা ‘নাটকীয়’ অবস্থাই কেটেছে, রশিদ খানদের কাছে প্রথম ওয়ানডে হারের পর অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ অবসর নিয়ে একদিন পর প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরলেও ধাক্কা সামলাতে পারেনি দল। নাঈম শেখকে একাদশে ডেকে টস জিতে বোলিং নেন নেতৃত্বভার পাওয়া লিটন দাস। কিন্তু তার এলোমেলো বোলিং আক্রমণের সুযোগ নিয়ে দুর্দান্ত জুটি গড়ে আফগানিস্তান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে একপ্রান্তে উইকেট ধরে রেখেছিলেন ইব্রাহিম জাদরান। অন্য প্রান্তে ব্যাট তুলে দুর্দান্ত খেলতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ। তারা প্রথমে দেশের সর্বোচ্চ ১৩৫ রানের ওপেনিং জুটির রেকর্ড ভাঙেন। এরপর ভাঙেন দেশের পক্ষে সর্বোচ্চ ২১৮ রানের জুটির রেকর্ড। এর মধ্যে গুরবাজ সেঞ্চুরি তুলে নেন।
১২৫ বলে ১৪৫ রানের বড় ইনিংস খেলে ফেরেন তিনি। মাত্র ২০ ওয়ানডে খেলে চতুর্থ সেঞ্চুরির এই ইনিংস তিনি সাজান ১৩টি চার ও আটটি ছক্কার শটে। এদিকে সেঞ্চুরি হাকান ইব্রাহিম জাদরান। এরপরে মোহাম্মদ নবীর ২৫ রান ছাড়া চোখে পড়ার মত কারো স্কোর না থাকলেও টাইগারদের জন্য বড় লক্ষমাত্রা নির্ধারণ করে দেয় আফগানরা।