রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে ২৯টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশন শাখার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপিকে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। এতে কোনো দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, শর্ত হিসেবে এ বিষয়টি যুক্ত করা হয়েছে।
রাজধানীর প্রবেশপথগুলোতে শনিবার অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করে তার প্রতিবাদে এ জনসমাবেশ করছে বিএনপি।