28 C
Dhaka
Sunday, September 8, 2024

অবশেষে পদত্যাগপত্রে সাক্ষর করলেন গোতবায়া রাজাপাকসে

ডেস্ক রিপোর্ট:

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্রে সই করেছেন। ডেইলি মিররের দেয়া বর্ণনা অনুযায়ী, গতকাল মঙ্গলবারই তিনি পদত্যাগপত্রে সাক্ষর করেন, যদিও বুধবার জমা দেওয়া হবে। এছাড়া তার ওই পদত্যাগপত্রে ১৩ জুলাই তারিখ উল্লেখ করা হয়েছে।

শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

জানা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।

স্পিকার মহিন্দা ইয়াবা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি। আজ বুধবারেই গোতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

এদিকে গতকাল থেকেই জল্পনা চলছে যে, প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ইতিমধ্যেই গত বিকেলে দ্বীপ ছেড়ে চলে গেছেন। যদিও এই প্রতিবেদনগুলি রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র প্রত্যাখ্যান করেছে। ডেইলি মিররকে গোতবায়ার একাধিল কাছের নিশ্চিত করেছে, পদত্যাগ করা প্রেসিডেন্ট রাজাপাকসে এখনও দেশেই ছিলেন এবং সশস্ত্র বাহিনী দ্বারা সুরক্ষিত অবস্থায় দিন পার করছেন তিনি। তবে তিনি ঠিক কোথায় আছেন তা অজানা।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...