বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গাইবান্ধা এলজিইডির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

নাটোর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) উন্নয়ন শাখার সচিব মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৮ মার্চ) এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন এবং তার গাড়িতে অবৈধ অর্থ বহন করার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকা জব্দ করেছে। এই ঘটনার সংবাদ জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১৬ মার্চ এলজিইডির প্রধান কার্যালয় থেকে ছাবিউল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবদুর রশীদ মিয়া স্বাক্ষরিত ওই নোটিসে ছাবিউল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়।

এ ঘটনার সূত্রপাত গত ১৩ মার্চ রাতে, যখন যৌথ বাহিনী নাটোর- বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলায় একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করে। সেখান থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার হয় এবং মো. ছাবিউল ইসলামকে আটক করা হয়। পরে তাকে সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়, এবং শর্তসাপেক্ষে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ছাবিউল ইসলাম দাবি করেন, ওই টাকা তার জমি বিক্রির টাকা, তবে তিনি এর সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেননি। এর পরেই নাটোরের সিংড়া আমলি আদালত ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

ঘটনার পর থেকেই ছাবিউল ইসলাম গাইবান্ধায় তার কর্মস্থলে অফিসে অনুপস্থিত ছিলেন। মঙ্গলবারও তিনি অফিসে উপস্থিত ছিলেন না এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তার মোবাইল ফোন বন্ধ ছিল।

মো. ছাবিউল ইসলাম ২০০৫ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন এবং ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এরপর তিনি গাইবান্ধা জেলা এলজিইডি কার্যালয়ে জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০২১ সাল পর্যন্ত গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। যদিও ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তাকে বরিশালে বদলি করা হয়েছিল, তবে মাত্র ২৩ দিন পর তিনি আবার গাইবান্ধায় ফিরেন। তার বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে কমিশন ও ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জন করার অভিযোগও রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩...

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত

আন্তর্জাতিক সম্পর্কের অচলাবস্থা ভাঙতে শীর্ষ পর্যায়ের কূটনীতিক তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এর ভালো উদাহরণ হচ্ছে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতি। হোয়াইট হাউসের...

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল নং-৯ তার বিরুদ্ধে অভিযোগ...

বৈধ শ্রমিক হয়ে অবৈধ তালিকাভুক্ত: হারুনের অভিজ্ঞতা

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে হাজির হন মালয়েশিয়া প্রবাসী হারুন অর রশিদ। ‘আ থিন ভয়েস অফ মাইগ্রেন্ট...

সম্পর্কিত নিউজ

রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত

আন্তর্জাতিক সম্পর্কের অচলাবস্থা ভাঙতে শীর্ষ পর্যায়ের কূটনীতিক তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এর ভালো উদাহরণ...

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ২০০৭ সালের...