শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে বাস ও দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৬ জুলাই) উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানাতে রাখা হয়েছে।
নিহতের মধ্যে আনসার বাহিনীতে কর্মরত পি.সি. আব্দুল আজিজ রয়েছেন। তিনি রাজশাহীর বাগমারা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত আতাবর রহমানের ছেলে ও পাবনার রুপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, শনিবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি কোচ এই মহাসড়কের খালকুলায় পৌঁছে অন্য লেনে গিয়ে দাঁড়ানো ট্রাকসহ আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। তখন ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।