ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাজশাহী যাওয়ার জন্য টিকিটের দাবিতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে রেললাইন অবরোধ করেন বেশ কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজশাহী যাওয়ার টিকিট না পাওয়ায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একদল ভর্তিচ্ছু শিক্ষার্থী বিমানবন্দর স্টেশনে রেললাইনে অবস্থান নেয়।
বিক্ষোভের কারণে রাজশাহীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনসহ অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারীরা জানান, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের বলেছে রাজশাহীগামী ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
রাজশাহীতে তাদের যাতায়াতের সুবিধার্থে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।