দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের কচাবুনিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)।
রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার জানান, এ হামলায় নিজের ব্যক্তিগত সহকারী সোহলসহ ৬ সমর্থক আহত হয়েছেন।
হামলায় আহত সোহেল একটি গণমাধ্যমকে বলেন, লাঙ্গল প্রতীকের প্রার্থী রুহুল আমিন হাওলাদার তার সমর্থকদের নিয়ে কচাবুনিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের ভাই কামাল হোসেনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন আকস্মিকভাবে রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়।
এ ছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বি এম রুহুল আমিন হাওলাদারকে ভোটকেন্দ্রে ঢুকতেও দেয়নি বলে জানান তিনি।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগকে সবসময় কাছে পেলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে কাছে পাইনি এবং আজ তারই ভাই কামাল হোসেন আমাদের ওপর হামলা চালায়। আশাকরি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিষয়টি দেখবেন, কারণ তার দলের লোকই আমাদের ওপর হামলা করেছে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, শুনেছি দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।