টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর চাপে ছিল ইন্টার মায়ামি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিল দলটি। তবে মাঠে শুরু থেকেই ছিল হতাশা। শেষ পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিক এবং শেষ মুহূর্তের গোলে ৩-৩ ড্র করে হার এড়াতে সক্ষম হয় মায়ামি।
ম্যাচের প্রথমার্ধেই ফিলাডেলফিয়ার মাঠ সুবারো পার্কে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-১ হওয়ার পর ৮৭ মিনিটে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে গোল করেন মেসি। মানবপ্রাচীর এড়িয়ে বাঁ পাশ ঘেঁষা শটে গোলরক্ষক ভিনসেন্ট রিকের ছোঁয়া লাগলেও বল ঠেকানো সম্ভব হয়নি।
মেসির গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে মায়ামি। অতিরিক্ত সময়ের শেষ দিকে তেলাসকো সেগোভিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ মুহূর্তে ফিরে এসে হার এড়ালেও, সামগ্রিকভাবে ম্যাচের ফল মেসিদের জন্য মোটেই স্বস্তির নয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জয়হীন রয়েছে মায়ামি। এই সময়ে দলটি হজম করেছে মোট ২৩টি গোল। এমএলএসেও এখন টানা চার ম্যাচে জয়হীন তারা।
ফলাফলের এই ধারায় ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে ইন্টার মায়ামি। ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট এখন ৩০।
মেসির অসাধারণ মুহূর্তেও তাই দলের সামগ্রিক অবস্থা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। সামনে ঘুরে দাঁড়াতে হলে রক্ষণভাগে দ্রুত উন্নতি আনতেই হবে মায়ামিকে।