রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে অজ্ঞাত পাঁচজন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে।রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন।
তবে কারা এই হামলা চালিয়েছে তা নির্দিষ্ট করে জানা যায়নি।
রাশিয়ার সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ৫০ জন অ্যাম্বুলেন্সের ক্রু ঘটনাস্থলে হাজির হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে আগুন জ্বলছে এবং ভেন্যুর উপরে কালো ধোঁয়া উড়ছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, পাঁচজনের একটি দল এই হামলায় জড়িত। তারা ক্রোকাস কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। তারা ছদ্মবেশ ধারণ করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়।
রাশিয়ার আরেক সংবাদ সংস্থা তাস বলছে, ওই কনসার্ট হলে এখনো অনেক লোক আছেন এবং সেখানে আগুন জ্বলছে। আগুন নেভাতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটির শপিং সেন্টারে আজ ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। আমি হতাহতের প্রিয়জনের কাছে দুঃখিত।
তিনি আরও বলেন, আহতদের জন্য সকল ধরনের সহযোগিতা সরবরাহ করা হবে।
রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবা হাজির হয়েছে। কনসার্ট হলে এখনো কিছু লোক অবস্থান করছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।