চট্টগ্রামের মীরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, খৈয়াছড়া ঝর্ণা দেখে মাইক্রোবাসে করে ফিরছিলেন কয়েকজন। মীরসরাই উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় আসার পর ট্রেনলাইন পার হওয়ার সময় মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আটজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। তারাও সবাই মাইক্রোবাসের যাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার দুর্ঘটনার পরই আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন। আধা ঘণ্টা পর ফোন করা হলে আরও তিনজনের মারা যাওয়ার বিষয়টি জানান তিনি।
ইউএনও বলেন, দুর্ঘটনায় আহত দুইজনকে সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রামে নেওয়া হবে।