ববি প্রতিনিধি: অপসাংবাদিকতা ও একপাক্ষিক সংবাদ প্রচারের জন্য প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন শেষে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভে দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার গত ১৫ বছর নিরপরাধ মানুষের ওপর জঙ্গীবাদের ট্যাগ লাগিয়েছে। আওয়ামী লীগ যা বলতো, তারা তাই লিখতো। আওয়ামী লীগের শব্দচয়নের সাথে তাদের শব্দচয়নের মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, তারা বাচ-বিচার ছাড়াই একপাক্ষিক সংবাদ প্রচার করেছে দীর্ঘ ১৫ বছর। তাই আমরা এই অপসাংবাদিকতা চর্চাকারী পত্রিকাগুলো পুড়িয়ে আজকে এই প্রতিবাদ জানিয়েছি।