ববি প্রতিনিধি: বিগত বছরগুলোতে বিজয় দিবসকে কেন্দ্র করে দিবসটির আগের রাত থেকেই রঙিন আলোকসজ্জায় সেজে উঠতো বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসের একাডেমিক, প্রশাসনিক ভবনসহ অন্যান্য জায়গাগুলো।
তবে, এবছরের চিত্র ছিল তার ঠিক বিপরীত। দিবসটি উপলক্ষে আলোকসজ্জার ছিটেফোঁটারও দেখা মেলেনি এদিন। বিজয় দিবসকে ঘিরে এমন চিত্র শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা জানান, বিজয় দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জার ব্যাবস্থা করা হয়।সেখানে বিশ্ববিদ্যালয়ের মত এত বড় একটি প্রতিষ্ঠানে বিজয় দিবসে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়নি যা খুবই দুঃখজনক ও প্রশাসনের উদাসীনতার পরিচয় দেয়।
সিয়াম রশিদ নামের এক শিক্ষার্থী বলেন, এবার বিজয়ের আলোয় আলোকিত হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়। এগুলো প্রশাসনের গাফিলতি ছাড়া আর কিছু না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এবিষয়ে বলেন, প্রতিবছর আলোকসজ্জার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা পাঠানো হয়। কিন্তুু এবছর কেন্দ্রীয়ভাবে বিজয় দিবস উদযাপন নির্দেশনায় কোন আলোকসজ্জার কথা বলা হয়নি।
বিষয়টি নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাঁড়া দেননি।