উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন যুবদলকর্মী মো: আলমগীর হুসাইন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এই প্রতিবাদী সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় আঞ্চলিক, জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হুসাইন বলেন, ‘বিগত আওয়ামী শাসনামল থেকেই আমি কিছু চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদীদের দোসর কর্তৃক নির্যাতিত, নিপিড়ীত, হত্যা হুমকিসহ নানানভাবে মাজলুম হচ্ছি। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় থেকে আজ অবদি এই চিহ্নিত মহলের রেড লাইনে পড়ে আছি। কখনো আমাকে আতর্কিত হামলা, কখনো আমার মাছের প্রজেক্টে বিষপ্রয়োগ করে নিঃশ্ব করার চেষ্টা, কখনো সরাসরি হত্যা হুমকিও প্রদান করে আসছে তারা। এসবের ব্যাপারে একাধিকার আমি থানায় অভিযোগ করলেও আইনি কোনধরনের সহযোগিতা বা পদক্ষেপ দেখতে পাইনি।’
তিনি বলেন, ‘আজকের এই সংবাদ সম্মেলন যে কারণে করতে বাধ্য হলাম_গতকাল (২৫ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে সেই চিহ্নিত মহলের কিছু পোস্ট লক্ষ করেছি। যেখানে আমাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায় জড়িত উল্লেখ করে নানান মিথ্যা বানোয়াট তোহমত আরোপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি আরও অবাক হয়েছি, কিছু পরিচিত, অপরিচিত কিংবা বিচ্ছিন্ন সংবাদমাধ্যম আমার বিরুদ্ধে সেসব মিথ্যা বানোয়াটি লিখা সংবাদ আকারে প্রকাশ করেছে। যা একেবারেই নির্জলা মিথ্যাচার। এর নুন্যতমও সত্যতা নেই। এসব সংবাদে আমাকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে এর প্রতিটি তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ভুক্তভোগী আলমগীর বলেন, ‘এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, প্রতিটা পত্রিকাতেই প্রায় একই শিরোনামে একই নিউজ ছাপানো হয়েছে। এতেই বুঝা যায় এটি ছিলো পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। অথচ নিউজে যেসব ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়েছে, তাদের সাথে আমার অত্যন্ত গভীর সুসম্পর্ক রয়েছে। তারা জানেনও না তাদের নাম উল্লেখ করে বক্তব্য বানিয়ে নিউজ ছাপা হয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যেসব পত্রিকা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াটি নিউজ করেছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নিচ্ছি, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমি আরও বলতে চাই, আমি বিগত ৫বছর যাবত ছোট শলুয়া কুমিল্লাপাড়া জামে মসজিদ ও কবরস্থানের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছি। আপনারা আমার পাড়া মহল্লা ও মসজিদের মুসল্লিদের নিকট আমার ব্যাপারে খোঁজ খবর নিন। আমি যদি এসব কর্মকাণ্ডের সাথে বিন্দুমাত্রও জড়িত হতাম বা থাকি আমার বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে। অথচ একটি অভিযোগ কিংবা মামলাও আমার বিরুদ্ধে নেই। যদি আমি কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকি তাহলে আমার বিরুদ্ধে নিউজ হলে আপত্তি থাকবে না। এতে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’
উল্লেখ্য; বুধবার (২৬ ডিসেম্বর) চুয়াডাঙ্গার কয়েকটি বিচ্ছিন্ন আঞ্চলিক পত্রিকায় ‘চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামের বহুরূপী আলমগীর কায়েম করেছে ত্রাসের রাজত্ব: চাঁদাবাজ ও মাদক সিন্ডিকেটের কাছে অসহায় এলাকাবাসী’সহ বিভিন্ন শিরোনামে একই সংবাদ প্রচার করা হয়েছে। প্রকাশিত নিউজ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেন যুবদলকর্মী মো: আলমগীর হুসাইন