বগুড়ায় শ্যামলী আবাসিক হোটেলের রুম থেকে মঙ্গলবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানভীরুল ইসলাম আকিব (২৪) বরগুনার বামনা উপজেলার কোলাগাছিয়া গ্রামের দাখিল মাদরাসার সুপার নজরুল ইসলামের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামলী আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে উঠেন তানভীরুল। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে বাইরে গিয়ে ২টার দিকে হোটেলে ফেরেন।
পরে মঙ্গলবার দুপুর ১২টার পরে রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে রুমের দরজা ভেঙে তাকে মৃত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, তিনি কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিলেন এবং কেন আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। হোটেলের রুম থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে।