বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশগরু চুরি করে ভুরিভোজ, বহিষ্কার তিন বিএনপি নেতা

গরু চুরি করে ভুরিভোজ, বহিষ্কার তিন বিএনপি নেতা

জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রী মহিলা দল নেত্রী তাদের কর্মী-সমর্থকদের জন্য ভূরিভোজ আয়োজনের ঘটনায় বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার (১১ জানুয়ারি) মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য ভূরিভোজের আয়োজন করেন মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থবিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি।

তবে ভূরিভোজের জন্য বিরিয়ানি রান্নার উদ্দেশ্যে গত ১০ জানুয়ারি রাতে গরু চুরির অভিযোগ ওঠে। মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি করে গরু জবাই করা হয়। গরু জবাইয়ের জন্য সুমন মণ্ডল, বিজ্ঞ চৌধুরী, কসাই বজলু প্রামাণিক এবং কিছু কর্মীর সহায়তায় বিএনপি নেতা মাহমুদুল হাসান নিজেই গরু জবাই করেন। পরে এই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়।

এ ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল প্রতিবেশীদের সহায়তায় গরুর চামড়াসহ কসাই বজলু প্রামাণিককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন মণ্ডল ও বজলু প্রামাণিককে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর, ১২ জানুয়ারি বিএনপির স্থানীয় শাখা মাহমুদুল হাসান মুক্তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় এবং সাত দিনের মধ্যে বক্তব্য প্রদানের নির্দেশ দেয়। পরবর্তীতে, ১৩ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া, স্বেচ্ছাসেবক দলের জামালপুর জেলা শাখার সদস্য রতন সরদারকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে এবং তাকে সাত দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাহমুদুল হাসান মুক্তার স্ত্রী, জেলা মহিলা দলের অর্থবিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি, তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে সাত দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

এই ঘটনায় গত ১৩ জানুয়ারি মাদারগঞ্জ মডেল থানায় কৃষক এফাজ মণ্ডল একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে সুমন মণ্ডল ও বজলু প্রামাণিককে গ্রেফতার করেছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ