বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশদলীয় প্রতীকে নয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে

দলীয় প্রতীকে নয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, “সরকারের ভিত্তি হলো স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। ভোটাররা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে জনপ্রিয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার সুযোগ পাবেন।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় সরকার সংস্কারবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তোফায়েল আহমেদ বলেন, “এরশাদ সরকার দল গঠনের উদ্দেশ্যে উপজেলা পরিষদ ব্যবস্থা চালু করেছিলেন। তবে আগামীতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদকে উপজেলা পরিষদের আওতা থেকে আলাদা করা হবে। তিনটি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের একটি ওয়ার্ড গঠন করা হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন। এছাড়া সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, পৌর জামায়াতের সভাপতি মো. আরিফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মো. হাবীবুল আলম, সাজেদুল আলম তালুকদার স্বাধীন, সাবেক পৌর কাউন্সিলর এফ এম রিপন আক্তারসহ অন্যরা।

নির্দলীয় ভিত্তিতে নির্বাচনের উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও গণতান্ত্রিকভাবে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় উপস্থিত বক্তারা। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ