বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeঅর্থনৈতিক ও বাণিজ্যবাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

নতুন বছরে প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করেছে। নতুন এই দাম বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বুধবার (১৫ জানুয়ারি) বাজুস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯৩ হাজার ৬৭৪ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এটি হলো বাজুসের প্রথম সমন্বয় ২০২৪ সালে। এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ