র্যাব পরিচয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন খানের কিশোর ছেলের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন দুই পুলিশ কনস্টেবল। ছেলের কাছে মাদক পাওয়া গেছে—এ দাবি করে তারা ওই এসআইয়ের কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন। পরে, ওই দুই কনস্টেবল তাদের বিকাশ নম্বরে ১০ হাজার টাকা নেন। যদিও আদালতে তারা নিজেদের নিরপরাধ দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে ৪ জানুয়ারি, উত্তরা পূর্ব থানার জসীমউদ্দীন সড়কে। সেখানে দুই পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৭) ও সোহেল রানা (২৮) র্যাব পরিচয়ে এসআই সরোয়ার হোসেন খানের ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। ছেলেটির পকেট থেকে সাত হাজার টাকা ছিনিয়ে নেন তারা। পরে তার মুঠোফোন খুলে দেওয়ার জন্য বললেও, রাজি না হলে ফোনটি ভেঙে ফেলা হয়। এরপর ওই দুই ব্যক্তি এসআই সরোয়ারের কাছে ফোন করে দাবি করেন, তার ছেলের কাছে মাদক পাওয়া গেছে। যদি টাকা না দেওয়া হয়, তবে তাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন তারা।
বাধ্য হয়ে এসআই ওই দুই কনস্টেবলের বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। এরপর তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়।
মামলা দায়ের হওয়ার পর ৯ জানুয়ারি দুই কনস্টেবল মেহেদী হাসান ও সোহেল রানাকে গ্রেফতার করে উত্তরা-পূর্ব থানার পুলিশ। ১০ জানুয়ারি, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের কারাগারে পাঠানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, দুই কনস্টেবলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।