শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeক্যাম্পাসছাত্রদল নেতার আমন্ত্রণে জাবিতে ঘুরতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

ছাত্রদল নেতার আমন্ত্রণে জাবিতে ঘুরতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতার আমন্ত্রণে ঘুরতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটির উপ-দপ্তর সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি যুগ্ম-সম্পাদক আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে ঘুরতে আসেন ছাত্রলীগ নেতা শিমুল। তাকে চিনতে পেরে পরিচয় জানতে চান একদল শিক্ষার্থী। এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ এসে তাকে ছাড়ানোর চেষ্টা করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়া হয় শিমুলকে। পরে প্রক্টরিয়াল টিম আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে শিমুলকে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, আমরা নতুন কলা ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শিমুলকে দেখি। দেখেই ওকে চিনতে পারি এবং পরিচয় জিজ্ঞেস করি। কিন্তু সে পরিচয় গোপন করে এবং অন্য একটা পরিচয় দেয়। পরে ফেসবুক আইডির মাধ্যমে তাকে শনাক্ত করি। পরে আমরা প্রক্টর স্যারকে অবগত করি এবং প্রক্টর স্যারের সহায়তায় পুলিশের কাছে সোপর্দ করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, এক ছাত্রলীগ নেতাকে আটকের খবর পেয়ে আমরা এসেছি। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ