দীর্ঘ ১৯ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল।
দীর্ঘদিন কোমায় থাকার সুবাদে একসময় গোটা দুনিয়ার কাছে ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত হয়ে ওঠেন প্রিন্স আল ওয়ালিদ। গতকাল (শনিবার, ১৯ জুলাই) ৩৫ বছর বয়সে রিয়াদে তার মৃত্যু নিশ্চিত করেছে রাজপরিবার।
২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আল ওয়ালিদ। তার মস্তিষ্কে প্রচণ্ড আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে তিনি কোমায় চলে যান এবং দীর্ঘ সময় রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
আল ওয়ালিদ সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে এবং প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ সন্তান। ২০১৯ সালে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থেকেও তিনি আঙুল নাড়াতে সক্ষম হচ্ছেন; যা তার পরিবারসহ অনেকে আশার আলো হিসেবে দেখেছিলেন।
তবে যুক্তরাষ্ট্র ও স্পেনের অভিজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার বাবা প্রিন্স খালেদ কখনোই ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করেননি। তার বিশ্বাস ছিল, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। তবে শেষ পর্যন্ত ১৯ বছর অপেক্ষা করিয়ে পৃথিবী ছাড়লেন প্রিন্স আল ওয়ালিদ।
আজ (রোববার, ২০ জুলাই) বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রিন্স খালেদ।