গাজীপুরের শ্রীপুরে মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে শ্রীপুর মডেল থানার দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে আসামি ও এলাকাবাসীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আসামি কালাম, বয়স ৪৮ একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী পুলিশ সদস্যরা হলেন-শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন ও আব্দুর রাজ্জাক।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আসামি কামাল ঘটনাস্থলে উপস্থিত থাকার সংবাদ পেয়ে রাতে শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকায় যায় দুই পুলিশ সদস্য। ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় লোকজন এসআই মো. মামুন ও আব্দুর রাজ্জাকের ওপর ক্ষুব্দ হয়ে তাদের ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতির ঘটনাও ঘটে। পরে একটি দোকানে ওই ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে তারা। অবরুদ্ধ থাকা অবস্থায় থানায় ফোন দিলে পুলিশ ফোর্স নিয়ে দোকানের শাটার ভেঙে তাদের উদ্ধার এবং কালামকে গ্রেফতার করা হয়।
আসামি কামালের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি মনিরুজ্জামান।