রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫০ জন মতো আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নীলফামারীর সৈয়দপুরের কামারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউল ইসলাম জুয়েল, জোয়ানা পরিবহনের চালকের সহকারী নয়ন আলী, রংপুরের তারাগঞ্জের কছিম উদ্দিনের ছেলে আনিসুর রহমান, মকবুল হোসেনের ছেলে মহসিন আলম সাগর এবং মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পরেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাসের কয়েকজন যাত্রী জানায়, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকরা গাড়ির নিয়ন্ত্রণে ধরে রাখতে পারেনি। যার কারণে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।