36 C
Dhaka
Friday, September 20, 2024

ক্ষমতায় জোর করে আসতে চাইলে প্রতিহত করুন: পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, এ দেশে একটি দল আছে, যাদের ভাষা রাজনৈতিক ভাষা নয়। তারা ধমক দিয়ে কথা বলে। যা স্বাধীন দেশের কোনও ভাষা নয়। এমন কেউ ক্ষমতায় জোর করে আসতে চাইলে প্রতিহত করুন।

বুধবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এম. এ. মান্নান বলেন, যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে না পারি, তাহলে সরকার দেশের যে উন্নয়ন করেছে তা ঠিক থাকবে না। আমাদের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা গ্রাম বান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর, কৃষক মানুষকে সম্মান করেন। আমরা যখন শত শত প্রকল্পের কাগজ তৈরি করে নিয়ে যাই, তিনি তখন গ্রামের প্রকল্পের কাজটি আগে দেখেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলার পর বিশ্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন। গ্রামের মানুয়ের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে এবং এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

বিএনপির উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচনে আসেন, আলোচনা হোক, আইন-সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানবো না বলে খেলা হবে না, তা হতে পারে না।

এ অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুক কোহিনূর ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক-বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবির, পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিনুল হাসান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাসুদেব ঘোষ প্রমুখ। 

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...