গত সোমবার লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিল অ্যামি অ্যাওয়ার্ডের ৭৪তম আসর। এবারের আসরে একাধিক পুরস্কার জিতেছে স্ম্যাশ নেটফ্লিক্স সিরিজ ‘স্কুইড গেইম’।
দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি জুং জে সেরা অভিনেতার পুরস্কার পান। প্রথম এশিয়ান হিসেবে সেরা অভিনেতার পুওরস্কার পেয়ে রেকর্ড গড়েছেন তিনি। এছাড়াও এই সিরিজের পরিচালক হোয়াং ডং হিউক এর ঝুলিতেই গেছে সেরা পরিচালকের পুরস্কার।
নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বড় শো হয়ে ওঠা এই ডাইস্টোপিয়ান সিরিজে শত শত প্রতিযোগীকে নগদ পুরস্কার লাভের জন্য বিভিন্ন শিশুসুলভ প্রাণঘাতী সব খেলায় অংশ নিতে দেখা গেছে। এই সিরিজে লি ছিলেন একজন দরিদ্র বাবা। সিরিজে তিনি প্লেয়ার-৪৫৬ হিসেবে খেলেছিলেন এবং শেষ পর্যন্ত জিতেছিলেন।
গত সেপ্টেম্বরে রিলিজ হওয়ার পর থেকে এই শোটি পপ সংস্কৃতির অন্যতম ঘটনা হয়ে ওঠে। এটি ইংরেজি ভাষার বাইরে অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া প্রথম সিরিজ। অ্যামির এবারের আসরে সিরিজটি ১৪টি মনোনয়ন পেয়েছে।
পুরস্কার জেতার পর লি পরিচালক হোয়াংকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা সকলে মুখোমুখি হচ্ছি এমন একটি বাস্তবসম্মত সমস্যা তৈরি করে দুর্দান্ত স্ক্রিপ্ট আর আশ্চর্যজনক ভিজ্যুয়েল দিয়ে পর্দায় এত দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি’।
শোটির পরিচালক হোয়াং বলেন, ‘আমি আশা করি যে সিরিজের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে এবারের অ্যামিই শেষ অর্জন নয়’।
এসময় স্কুইড গেইমের সিজন ২ এর ঘোষণাও দেন তিনি।