মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। রবিবার ভোরে বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ইউনিয়নের সদস্য মো. আলম জানান, নিহত ওমর ফারুক (১৬) শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা শিবিরের মো. আইয়ুবের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই এলাকার মো. সাহাবুল্লাহ(৩০)।
ভোর ৫টা ২০ মিনিটে ওমর ও সাহাবুল্লাহ মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার করতে গেলে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
এর আগে ১৬ সেপ্টেম্বর জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা শিশু নিহত এবং পাঁচজন আহত হয়।
ক্যাম্পের নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল।
একই দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি যুবক।
আহত অঙ্গনথোয়াই তঞ্চঙ্গ্যা(২২) উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা বলছেন,মিয়ানমারের সেনাবাহিনী ওই এলাকায় মাইনিং করেছে। যুবকরা তার গরু ফিরিয়ে আনতে গেলে তুমব্রু সীমান্তের কাছে একটি বিস্ফোরণ ঘটে।
কিছুদিন আগেও মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে এ পর্যন্ত ১২টি মর্টার শেল নিক্ষেপ করেছে। এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।