দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে পাঠানোর জন্য আপৎকালীন মজুত সেনাদের (রিজার্ভ সেনা) তলবের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শুক্রবার কাজাখস্তানে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়৷ ইউক্রেন যুদ্ধে পাঠানোর জন্য গত তিন সপ্তাহ আগে দেশের অভ্যন্তরে ‘আংশিক সেনা নিযুক্তি’র আদেশ দেন। আপৎকালের জন্য মজুত সেনাদের মধ্য থেকে ৩ লাখ সেনাকে ডাকার নির্দেশ দেন তিনি।
পুতিনের এ ঘোষণার পর হাজারো মানুষকে ইউক্রেন যুদ্ধের জন্য তলব করা হয়। অনেকে সেনা নিযুক্তির ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।
পুতিনের ভাষ্য, সম্মুখযুদ্ধের ক্ষেত্রটা এতটাই দীর্ঘ যে শুধু চুক্তি ভুক্ত সেনাদের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়া কঠিন। প্রত্যাশিত তিন লাখ আপৎকালীন সেনা নিযুক্তির এ পদক্ষেপে ইতিমধ্যে ২ লাখ ২২ হাজার সেনা নিযুক্ত করা হয়েছে। এ কাজ সহসা শেষ হতে যাচ্ছে। আমি মনে করি সেনা নিযুক্তির এ তৎপরতা শেষ হতে প্রায় দুই সপ্তাহ লাগবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে ইউক্রেনে রাশিয়া যে ধরনের হামলা চালিয়েছিল আপাতত অত বড় ধরনের বিমান হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই। গত সপ্তাহে ইউক্রেনজুড়ে শতাধিক দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।
সেনা নিযুক্তির আদেশ দেওয়ার পর থেকেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে রুশ বাহিনী নিয়ন্ত্রণ হারাতে থাকে। দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ এলাকা থেকেও পিছু হটতে বাধ্য হয় তারা।