বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের বাধা দেয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট ছোড়ে এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে।
খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, বেলা সাড়ে ১১টার দিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং স্টেশনের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের আরও দরজা-জানালা ভাঙচুর করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ইউএনবিকে বলেন, সমাবেশ শুরু হওয়ায় বর্তমানে রেলস্টেশনের পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করেছে, বিএনপি-জামায়াতের লোকজন খুলনা রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। এটা রক্ষা করা সকলের দায়িত্ব।’