28 C
Dhaka
Saturday, September 21, 2024

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই: আব্দুর রহমান

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।

রোববার (২৩ অক্টোবর) জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, যারা নির্বাচন ভন্ডুল করার জন্য হুমকি দিচ্ছেন, আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে তা হতে দিবে না। সরকার বদলের একমাত্র পথ হচ্ছে নির্বাচন, অন্য কোন পথে সম্ভব নয়।

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন, বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই হবে। আর শেখ হাসিনা অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

শহিদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফা। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেট।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, সংসদ সদস্য  শহীদুজ্জামান সরকার বাবলু, সম্মেলনে জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনের  দ্বিতীয় অধিবেশনে আনোয়ার হোসেনকে সভাপতি এবং মীর মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...