শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের কাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এ বিশেষ অবদান রাখায় উজ্জ্বল কুমার ভৌমিক নামের এক মাদক মামলার আসামিকে উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্মাননা দিয়েছে খোদ কাজিপুর থানা।
গত শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হলরুমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন অনুষ্ঠানে দুজনকে সম্মাননা দেওয়া হয়। তার মধ্যে উজ্জ্বল কুমার ভৌমিক একজন এবং আরেকজন কাজীপুর থানার উপ-পরদির্শক (এসআই) শাহিন মারুফ।
নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আক্ষেপ করে জানান, কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা দেওয়া হয়। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে কমিউনিটি পুলিশ। কিন্তু ২০১৫ সালে যে ইয়াবাসহ এপিবিএনের হাতে আটক হয়েছিল, ১ মাস জেলে ছিল, তাকেই কি না এমন সম্মাননা দিল! একজন চিহ্নিত মাদক মামলার আসামি কীভাবে এ সম্মাননা পায়?’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বলেন, ‘উজ্জ্বল কুমার ভৌমিকের নামে মাদক মামলা আছে আমার জানা ছিল না। আমি ৯ মাস হলো এই থানায় যোগদান করেছি। যে কারণে এই ভুলটি হয়েছে।’
উজ্জ্বল কুমার ভৌমিক বলেন, ২০১৫ সালের শেষের দিকে একটি মহলের চক্রান্তে মাদক মামলার আসামি হয়েছিলাম। এক মাস ৮ দিন জেলে ছিলাম। মামলাটি এখনো বিচারাধীন। ওই মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকিদের সাক্ষীগ্রহণ শেষে রায় হবে। এতে আমি অবশ্যই মুক্তি পাবো।’
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও কাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।