মো.খোকন,নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনায় আলোচিত রাজীব হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই),নেত্রকোনা। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের মধ্যে মূলহোতাসহ ০৪ জনেক আটকের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাত থেকে দুইদিনের অভিযানে তাদের আটকের কথা জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। নেত্রকোনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিটের চৌকস কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন এ চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত করেন৷
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে দেলোয়ার ওরফে দিলুকে ঢাকায়, মাহবুব এবং যতনকে নেত্রকোণার হাটনাইয়া মোহনগঞ্জ থেকে গ্রেফতার করা হয়৷ এছাড়াও সিরাজুলকে তারাকান্দা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ৷
২০২১ সালের ৭ মে ভোর সাড়ে ৫ টার সময় নেত্রকোনার মোহনগঞ্জের শেখ ইসলাম নামক এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে রেজাউল করিম রাজীবের (২২) লাশ উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ।
ঘটনার দুইদিন পরই ৯ মে নিহতরাজীবের বাবা মো.বাচ্চু মিয়া মোহনগঞ্জ থানায় সন্দেহজনক ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শুরুতে এ মামলার তদন্ত করেন মোহনগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) হেডেকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই নেত্রকোণা জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, এটি একটি চাঞ্চল্যকর ও ঘৃণ্য হত্যাকাণ্ড ছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।