31 C
Dhaka
Friday, September 20, 2024

ফারদিনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন শঙ্কা; এখনো হত্যার ক্লু পাচ্ছেনা ডিবি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের চরিত্রহনন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তার মা ফারহানা ইয়াসমিন। বিভিন্ন গণমাধ্যমে বুশরার সঙ্গে ফারদিনের প্রেম এবং ফারদিন মাদকাসক্ত ছিলেন এমন সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তার মৃত ছেলের চরিত্র হনন না করতে অনুরোধ জানিয়েছেন ফারহানা।

এদিকে নিখোঁজের আট দিন আর মরদেহ উদ্ধারের পাঁচ দিন অতিবাহিত হলেও হত্যাকা-ের গতকাল শুক্রবার পর্যন্ত কোনো ক্লু খুঁজে পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বলছে, তদন্তের জন্য পাওয়া যাচ্ছে না সড়কের পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ।

এদিকে নিহত ফারদিনের হত্যার কারণ এবং তার জীবন নিয়ে চলছে নানামুখী আলোচনা। ফারদিনের ফেইসবুকের টাইমলাইন ঘেঁটে দেখা গেছে, গত ১৩ আগস্ট ‘সাংগঠনিক ছাত্ররাজনীতির পুনরুত্থানের আশঙ্কায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের বিবৃতি’ শিরোনামে এক পৃষ্ঠার একটি লেখা শেয়ার করেছেন। ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ১৩ আগস্ট বুয়েটের অডিটরিয়াম কমপ্লেক্সে ‘বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাবেক নেতৃবৃন্দ’-এর একটি ব্যানার শেয়ার করা নিয়ে ওই পোস্ট দেন তিনি।

ফারদিনের সহপাঠীদের দাবি, বুয়েটে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে আবরার ফাহাদ খুন হওয়ার পর থেকে বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি বন্ধের আন্দোলনে সক্রিয় ছিলেন ফারদিন। হত্যাকান্ডের সঙ্গে এর সংযোগ খুঁজে দেখার অনুরোধ জানিয়েছেন তার সহপাঠীরা

এখনো শনাক্ত করা যায়নি ফারদিনকে হত্যার স্থান। লাশ উদ্ধারের পরপরই ডিবি দাবি করেছিল, ফারদিনের মোবাইল ফোন বন্ধের সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর জুরাইনে। আর গত বৃহস্পতিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, তার সবশেষ লোকেশন (অবস্থান) আমরা গাজীপুর পেয়েছিলাম। গাজীপুর থেকে পরবর্তী সময়ে কীভাবে লাশ শীতলক্ষ্যায় এলো এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ’

ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানার করা হত্যা মামলায় গ্রেপ্তার ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরার কাছ থেকেও কোনো তথ্য পায়নি ডিবি। পাঁচ দিনের রিমান্ডের প্রথম দিনে বুশরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এমন তথ্যই পেয়েছে ডিবি।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...