30 C
Dhaka
Saturday, September 21, 2024

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ নেতাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ অব্যাহতি প্রদান করা হয়৷

রবিবার(১৩নভেম্বর) জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার (সুরুজ্জামান) ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবীকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই মর্মে পোস্ট দেওয়া হয়েছে। আপনি (সুরুজ্জামান) আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড অসাংগঠনিক, বিব্রতকর ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু আপনি (সুরুজ্জামান) বিভিন্ন সময়ে তা উপেক্ষা করেছেন।

এতে আরও বলা হয়, এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা অনুযায়ী সুরুজ্জামানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁকে কেন বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে চূড়ান্তভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হবে।

অব্যাহতিপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা অধ্যাপক সুরুজ্জামান বলেন, অব্যাহতি দেওয়ার চিঠি আমি পেয়েছি। তাঁদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে এই বিষয়ে আমার বক্তব্য খুবই সুস্পষ্ট। আমার ফেসবুক আইডি থেকে আজ পর্যন্ত দল ও দলের সম্মানিত নেতাদের হেয় করে কোনো স্ট্যাটাস দেই নাই।

তিনি বলেন, আমার আইডি থেকে দেওয়া যে স্ট্যাটাসকে কেন্দ্র করে আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, সেটিতে আমি একটি শব্দ ও বাক্য দলের বিরুদ্ধে দেই নাই। সেই স্ট্যাটাসে যা লিখেছি, তা দলের পক্ষেই লিখেছি। আমার মনে হয়, কোথাও তাঁরা আমার বক্তব্যকে ভুল বুঝেছেন। আমি আওয়ামী লীগের মাঠকর্মী।

‘আমি দলের সঙ্গে ছিলাম এবং আছি। লিখিত জবাব তাঁরা চেয়েছেন, আমি তা অচিরেই দেব। আমি মনে করি, ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আমাকে এই রকম একটি চিঠি তাঁরা দিতে পারেন না। এটি আমার প্রতি সাংগঠনিক অবিচার। বিষয় নিয়ে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হব’, যোগ করেন জামালপুর জেলা আওয়ামী লীগের এই নেতা।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...