স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল।
গত সাত বছরে বাংলাদেশের মাটিতে এটিই হবে প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে ভারত ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ২০১৫ সালে। সেবার বাংলাদেশ তাদের বিপক্ষে ২-১ ফলাফলে সিরিজ জয়লাভ করে।
৩৬টি ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে। যার পাঁচটিতে জয়লাভ করে এবং একটি ফলশূন্য ছিল।
এই সিরিজে ভারতের দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা ও সহ-অধিনায়ক থাকবেন লোকেশ রাহুল।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ঢাকায় ৪ ডিসেম্বর এবং দ্বিতীয়টি একই ভেন্যুতে ৭ ডিসেম্বর। আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্টটি ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষটি ২২ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে।
ওয়ানডের জন্য ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।